Wellcome to National Portal

বিদ্যুৎ বিভাগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ এপ্রিল ২০১৫

সাত সংস্থার সঙ্গে বিদ্যুৎ বিভাগের কর্মসম্পাদন চুক্তি


প্রকাশন তারিখ : 2015-04-13

 

কাজের গতি বাড়াতে বিদ্যুৎ বিভাগের সাথে এর আওতাধীন দশটি সংস্থা ও কোম্পানির সঙ্গে ২০১৪-১৫ অর্থবৎসরের জন্য কর্মসম্পাদন চুক্তি (Performance Contracts) স্বাক্ষরিত হয়েছে । এর আগে গত ৯ মার্চ, ২০১৫ তারিখে মন্ত্রপরিষদ সচিবের সাথে বিদ্যুৎ বিভাগের সচিবের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার ও প্রাতিষ্ঠানিক সফলতা বাড়বে।


প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে ব্যবস্থাপনার কৌশল হিসেবে গত ১৩ এপ্রিল ২০১৫ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি করা হয়। বিদ্যুৎ বিভাগের সচিবের সচিব জনাব মনোয়ার ইসলাম এবং বিদ্যুৎ বিভাগের আওতাধীন দশটি দপ্তর ও সংস্থা প্রধানের মধ্যে এ্যানুয়াল পারফরম্যান্স অ্যাগ্রিমেন্ট (এপিএ) বা বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি সই হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ উপস্থিত ছিলেন।


বিদ্যুৎ বিভাগের যে সব সংস্থা ও কোম্পানির প্রধানগণ  কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন, সেগুলি হচ্ছে:

  • Bangladesh Power Development Board (BPDB)
  • Rural Electrification Board (REB)
  • Dhaka Power Distribution Company Limited (DPDC)
  • Power Grid Company of Bangladesh (PGCB)
  • Dhaka Electric Supply Company (DESCO)
  • Electricity Generation Company of Bangladesh Ltd. (EGCB)
  • West Zone Power Distribution Company (WZPDCO)
  • Ashuganj Power Station Co. Ltd (APSCL)
  • Rural Power Company Ltd. (RPCL)
  • North West Power Generation Company Limited (NWPGCL)

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ সংস্থাগুলোকে চুক্তি অনুসারে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাগিদ প্রদান করেন। তিনি বলেন, এ চুক্তির ফলে কর্মদক্ষতা ও জবাবদিহিতা বাড়বে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে ২০২১ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর লক্ষ্যে এ সরকার কাজ করছে। এ জন্য তিনি সকল সংস্থা ও কোম্পানিকে এ্যানুয়াল পারফরম্যান্স অ্যাগ্রিমেন্ট (এপিএ) অনুসারে প্রতিটি সূচক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য তাগিদ প্রদান করেন।